বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৩ ০৫ : ০১Rajat Bose
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: তেলেঙ্গানায় বিজেপি–বিআরএসের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তেলেঙ্গানায় ভোটে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ময়দানে কংগ্রেস। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ৬ গ্যারান্টির ঘোষণা করেন তিনি। এদিন ৪২ পাতার ‘অভয় হস্তম’ প্রকাশ করে খাড়গে দাবি করেন, তেলেঙ্গানার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। যে কোনও মূল্যে বিআরএস সরকারকে হঠাতে চায় তারা। কংগ্রেস জোর দিয়েছে, শিক্ষা, কর্মসংস্থান, জনকল্যাণে। ইস্তাহারে জোর দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার ও সংস্কৃতির সুরক্ষার বিষয়েও। বলা হয়েছে, সরকার গঠনের ছয় মাসের মধ্যে জাতিশুমারি করা হবে। সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু ও ওবিসিদের ন্যায্য সংরক্ষণ নিশ্চিত করা হবে। কংগ্রেস সভাপতি এদিন দাবি করেন, কর্ণাটক, হিমাচলে যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, তা বাস্তবায়ন করেছে। ক্ষমতায় এলে তেলেঙ্গানাতেও ৬ গ্যারান্টি বাস্তবায়ন করা হবে। খাড়গে বলেন, এই নির্বাচনী ইস্তাহার তাদের কাছে গীতা, কুরআন এবং বাইবেলের মতো। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তেলেঙ্গানায় ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয় গ্যারান্টি অনুমোদন দেওয়া হবে।
তেলেঙ্গানা দখলে কংগ্রেসের প্রতিশ্রুতি, সরকার গঠনের পরেই ২ লক্ষ কর্মসংস্থানের বন্দোবস্ত করবে সরকার। তেলেঙ্গানায় পরিবারের মহিলা প্রধানদের আড়াই হাজার টাকা দেওয়া হবে। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার। নিখরচায় বাস যাত্রা। কৃষকদের বছরে ১৫ হাজার টাকা। ধানে প্রতি কুইন্টালে ৫০০ টাকা বোনাস। কৃষি শ্রমিকদের ১২ হাজার টাকা। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। একটি বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ টাকা সাহায্য। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে যুক্তদের ২৫০ বর্গ গজ জমি দেওয়া হবে। বার্ধক্য ভাতা ৪ হাজার। ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা। পড়ুয়াদের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং ইংরেজি মাধ্যম স্কুল তৈরির মতো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। খাড়গে মনে করিয়ে দিচ্ছেন,‘কর্ণাটকে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সরকার গড়ে সেই প্রতিশ্রুতি পূরণ করেছে। কংগ্রেস যা বলে, তাই করে। সোনিয়া গান্ধী তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা পূরণ করেছেন। নরেন্দ্র মোদি এবং কেসিআর যতই চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসতে পারবে না। রাজ্যে কংগ্রেস আসবে। কারণ জনগণ তাদের কেলেঙ্কারি ধরে ফেলেছে। কেসিআরের অবসরের দিন চলে এসেছে।’
আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে ভোট। তেলেঙ্গানায় মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের মধ্যে। বিজেপির সংগঠন শক্তপোক্ত নয়। কংগ্রেসের পালে ভাল হাওয়া রয়েছে এই রাজ্যে। গত কয়েক মাসে বিজেপির বেশ কয়েকজন নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি, বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক রয়েছেন সেই তালিকায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ভারতে কোথা থেকে ছড়াচ্ছে গুলেন বেরি, সমীক্ষা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য...
দিল্লিতে ৩টা পর্যন্ত ভোট পড়ল ৪৬ শতাংশের বেশি, অগ্নিপরীক্ষায় কি জিতে যাবেন কেজরিওয়াল?...
‘আপনি তো খুব সুন্দর’, অ্যাপ ক্যাব বুক করতেই চালক আর যা বললেন, রেগে আগুন তরুণী অভিযোগ করলেন সংস্থায়, তারপর? ...
এটিএমে বাড়তি খরচ লাগবে না, যদি মেনে চলেন আরবিআইয়ের এই গাইডলাইন ...
ইপিএফও থেকে পাবেন অতিরিক্ত পেনশন, কীভাবে দেখবেন নিজের অ্যাকাউন্ট...
সরগরম রাজধানী, দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর ...
ডাকাতির টাকায় বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ...
দিল্লি বিধানসভা ভোট ২০২৫: ঝাড়ু-পদ্ম-হাত শিবিরের জোর টক্কর, গেম-চেঞ্জার হতে পারে কোন বিষয়গুলি?...
ভারতরত্নের সঙ্গে কলকাতার একটি যোগ রয়েছে, আপনি কী জানেন ...
টাটা মোটরসের নতুন পদে রতন টাটার ‘বন্ধু’, কে তিনি? জানুন তাঁর পরিচয় ...
লিখিত পরীক্ষা ছাড়াই NTPC-তে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা...
দুই মদ্যপের বিবাদ, বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক, গ্রেপ্তার ২ ...
ফের রক্তাক্ত উপত্যকা, বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত্যা করল জঙ্গিরা...
অতি লোভের মাসুল, হোয়াটসঅ্যাপ মেসেজে প্রতারণা! গায়েব ৫১ লাখের-ও বেশি...
আরও স্বস্তি মধ্যবিত্তের! এবার কমতে পারে সুদের হার, বড় ঘোষণার সম্ভাবনা কবে? ...